বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গ্রামের বিদ্যুতের দাম বাড়াতেও সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দেশের গ্রামাঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের জন্যও বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৭ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মূল্যায়ন কমিটি। এর ফলে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি বৃদ্ধি পাবে ৪৪ পয়সা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে এ সুপারিশ করে বিইআরসির মূল্যায়ন কমিটি। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা পল্লী উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গণশুনানির তৃতীয় দিনে গতকাল গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১০ দশমিক ৭৫ পয়সা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়।

সর্বশেষ খবর