রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের জিম্মি করে টাকা আদায়, ১১ দালালের সাজা

ইয়াবাসহ আটক তিন মিয়ানমার নাগরিক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

রোহিঙ্গাদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে টেকনাফে ১২ দালাল ও মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১১ দালাল ও একজন মাদকসেবী বলে জানা গেছে। জানা যায়, গতকাল দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহেদ হোসেন ছিদ্দিকির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী টেকনাফ পৌরসভার, নাইট্যং পাড়া এলাকার আবদুস সালামের ছেলে আবদুর রহমান (৩২), চকরিয়া মধ্যম উজানটিয়া এলাকার সৈয়দ আলীর ছেলে মো. ফুরকান (২৮), সাবরাং হারিয়াখালী এলাকার সৈয়দ আলীর ছেলে মো. নুরুল বশর (২৮), শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মৃত আবদুস সালামের ছেলে মো. হাসান (৩০), আলীখালী এলাকার হাছান মোহাম্মদের ছেলে আলী মোহাম্মদ (২২), পানখালী এলাকার আবু ছিদ্দিকের ছেলে এরফান উদ্দিন (৩১), জাহাজপুরা এলাকার দীল মোহাম্মদের ছেলে সুলতান ইসলাম (১৮), সাবরাং হারিয়াখালী এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. খলিম মিয়া (২৫), একই এলাকার বসির আহমেদের ছেলে মো. ফারুক (১৫), মুছ আলীর ছেলে অলি আহমেদ (১৮), বাহারছড়া ইউনিয়নের পুরাতন পাড়া মৃত মকবুল আহমদের ছেলে মো. নুরুল কবির (৩০), একই এলাকার মৃত সৌয়দ আহমদের ছেলে মো. কামাল হোসেন (২০) ও মিয়ানমারের বুচিডং এলাকার নুরুল আলমের ছেলে জামাল উদ্দিনকে (২০) ছয় মাস করে সাজা প্রদান করে।

ইয়াবাসহ তিন মিয়ানমারের নাগরিক আটক : টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২০ হাজার ৯২৫ পিস ইয়াবা, কাঠের নৌকা, নগদ টাকা ও মোবাইলফোনসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটক করেছে। সূত্র জানায়, গতকাল ভোর ৬টার দিকে নৌকাটি নাফ নদের কিনারায় এলেই ধরে ফেলা হয়।

সর্বশেষ খবর