শিরোনাম
শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৭০-এ পা দিলেন কবি হেলাল হাফিজ

নিজস্ব প্রতিবেদক

৭০-এ পা দিলেন কবি হেলাল হাফিজ

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের আজ ৭০তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোরশেদ আলী তালুকদার এবং মায়ের নাম কোকিলা খাতুন। কবি হেলাল হাফিজের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্যের উচ্ছ্বাস নামে একটি সংগঠন। আজ সন্ধ্যা ৬টায় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র নামে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা আবৃত্তি করা হবে। জন্মদিনে ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন কবি হেলাল হাফিজ। নেত্রকোনা শহরেই কেটেছে কবির শৈশব, কৈশোর ও প্রথম যৌবন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় রচিত কবির ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। ১৯৮৬ সালে প্রকাশিত হয় হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বাধিক বিক্রীত এই কাব্যগ্রন্থ হেলাল হাফিজকে এনে দেয় কবি খ্যাতি আর ব্যাপক জনপ্রিয়তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর