পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন একটি যুগান্তকারী পদক্ষেপ। যা এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। গতকাল রাজধানীর মহাখালীতে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও বন উপমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র এবং প্রথম দেশ যে অন্যের সাহায্যের জন্য বসে না থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ট্রাস্ট ফান্ড গঠন করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক ট্রাস্টি বোর্ড এ পর্যন্ত ৫৩১টি প্রকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যে ২১৭টি প্রকল্প সফলভাবে সমাপ্ত হয়েছে। বিজ্ঞপ্তি