মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্লু হোয়েল গেমের লিঙ্ক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলোচিত অনলাইনভিত্তিক গেম ব্লু হোয়েলের সব লিঙ্ক বন্ধ ও মোবাইল অপারেটরগুলোর রাতের বিশেষ ইন্টারনেট অফার ছয় মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ বিষয়ে আদালতের নির্দেশনা হচ্ছে, ব্লু হোয়েল বা এ-জাতীয় ইন্টারনেটভিত্তিক গেমের লিঙ্ক বন্ধ করা, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত দেশের সব মোবাইল অপারেটরের বিশেষ ইন্টারনেট অফার ছয় মাসের জন্য বন্ধ করা, ব্লু হোয়েলসহ এ-জাতীয় ইন্টারনেটভিত্তিক গেমে আসক্তদের চিহ্নিত করে কাউন্সেলিং প্রদান এবং অভিজ্ঞদের সমন্বয়ে ‘মনিটরিং সেল’ গঠন করা।

সর্বশেষ খবর