রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্যাপক সাড়া গৃহায়ণ অর্থায়ন মেলায়

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক সাড়া গৃহায়ণ অর্থায়ন মেলায়

রাজধানীর সোনারগাঁও হোটেলে রিহ্যাবের সহযোগিতায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উদ্যোগে তিন দিনব্যাপী গৃহায়ণ অর্থায়ন মেলার শেষ দিনে গতকাল একটি স্টলে ক্রেতা-দর্শনার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

দেশে প্রথমবারের মতো আয়োজিত গৃহায়ণ অর্থায়ন মেলায় ব্যাপক সাড়া পড়েছে আগ্রহী গ্রাহকদের। তাদের এ আগ্রহ দেখে আশাবাদী মেলার আয়োজক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন— বিএইচবিএফসি। রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ মেলা গতকাল শেষ হয়েছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এ মেলার সহযোগী।

১৯ অক্টোবর শুরু হয়ে এ মেলা গতকাল রাতে শেষ হয়। এ সম্পর্কে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার অরুণ চৌধুরী গণমাধ্যমকে জানান, আমরা মেলায় ৫ শতাধিক গ্রাহক পেয়েছি। তবে এখানে আমাদের সেল করার কোনো টার্গেট নেই। আমরা মানুষকে জানান দিতে চাই, যাতে পরবর্তী সময়ে তারা আমাদের থেকে ঋণ সুবিধা পেতে পারেন। আয়োজকরা জানিয়েছেন, মেলায় এবার মোট ৩১টি ডেভেলপার প্রতিষ্ঠান, ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সর্বমোট ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল সকাল থেকেই ছেদহীন টানা বর্ষণে স্তব্ধ, নিথর করে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘর থেকেই বের হতে পারছে না মানুষ। ফলে ফাঁকা মেলাপ্রাঙ্গণ খাঁখাঁ করছে দর্শনার্থীর অভাবে। তবে মেলায় দর্শনার্থীদের ভিড় কম থাকলেও এসব প্রতিষ্ঠানের অফিসগুলোতে ব্যাপক সাড়া মিলছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কারণে আমাদের টার্গেটের চেয়ে দর্শনার্থী কিছুটা কম। তবে ঋণ নিবন্ধনের ফি ৫০ শতাংশ কমানোতে সবাই সুযোগটা লুফে নিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের ২৯টি অফিস রয়েছে। এসব অফিসে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

সর্বশেষ খবর