সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়ার আবেদনে সাড়া দেয়নি আদালত

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ওই ১১ জনের মধ্যে দুজন সাক্ষীকে খালেদার আইনজীবীরা ইতিপূর্বে জেরা করেছিলেন, তাই তাদের আর জেরা করার প্রয়োজন নেই বলে আদেশ দিয়েছে আদালত। বাকি নয়জনকে খালেদার আইনজীবীরা জেরা না করলেও মামলার আরেক আসামি তার ছেলে তারেক রহমানের আইনজীবীরা করেছেন। ওই জেরা খালেদা জিয়ার ক্ষেত্রেও ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল ও জাকির হোসেন ভূঁইয়া এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। ২৭ জুলাই এই ১১ সাক্ষীর বিষয়ে খালেদা জিয়ার আবেদন নিম্ন আদালত নাকচ করার পর হাই কোর্টে আবেদন করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। এতে এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর