শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্কুল ও মাদ্রাসা শিক্ষায় সমান সুযোগ দিচ্ছে সরকার : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য শিক্ষালাভের সমান সুযোগ নিশ্চিত করেছে সরকার। বর্তমান সরকার দেশের ৫০টিরও বেশি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে। ১ হাজার ৩৩৪টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করেছে, আরও ২ হাজার মাদ্রাসায় ভবন নির্মাণ করা হবে। কিছু মাদ্রাসাকে মডেল মাদ্রাসা করা হয়েছে। গতকাল রাজধানীর বছিলায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, মাদ্রাসায় শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হলে তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ দেবে না। তারা যদি ভালো আলেম, মন্ত্রী, সচিব বা ডাক্তার হয় তাহলে সমাজ আরও উন্নত হবে, জনগণ বেশি সেবা পাবে।

সর্বশেষ খবর