শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রেলে যাত্রীসেবার মান বেড়ে চলেছে : মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলে যাত্রীসেবার মান দিন দিন বেড়ে চলেছে। একসময় রেলের বরাদ্দ কম ছিল।

মন্ত্রী গতকাল দুপুরে ভারতের ত্রিপুরা যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। আমরা নতুন নতুন রেললাইন নির্মাণ করছি। নতুন কোচ এনেছি, ইঞ্জিন এনেছি। দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ করেছি। আগামী মাসের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি সেতুর উদ্বোধন করবেন। সেতু দুটি উদ্বোধন হলে অতিতাড়াতাড়ি ট্রেন আসা-যাওয়া করবে। পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে। ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ডাবল লাইন স্থাপনের কাজ চলছে।’ রেলমন্ত্রী আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন নির্মাণ শেষ হবে। তখন যাত্রীরা কম সময়ে যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ খবর