শিরোনাম
রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কর্মবিরতিতে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ভোর থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রামের ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমমুভার  ট্রেইলার, ট্যাংকলরিসহ সব পণ্যবাহী গাড়ি এ কর্মসূচি পালন করবে। দাবিগুলোর মধ্যে রয়েছে ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, কাভার্ডভ্যান ও প্রাইমমুভারের সিটি করপোরেশনের বর্ধিত কর প্রত্যাহার, পুলিশ নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ, বিআরটিএ হেভি লাইসেন্স পদ্ধতি সহজ এবং বে-টার্মিনালের পাশে পণ্যবাহী গাড়ির জন্য আলাদা টার্মিনাল নির্মাণ। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকী বলেন, বেশ কিছু দিন আগে সরকারের কাছে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়ায় ৪৮ ঘণ্টার কর্ম বিরতি ঘোষণা করা হয়েছে। এরপর যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ খবর