সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আন্দোলনের মধ্যেই শুরু গৃহকর নিয়ে শুনানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্ধিত গৃহকরের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই আপিল নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক)। প্রস্তাবিত পৌরকর নিয়ে আপিল শুনানির প্রথম দিনে গতকাল ১০৪ জন করদাতা উপস্থিত ছিলেন। চসিক মিলনায়তনে এ শুনানিতে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চসিক সূত্রে জানা যায়, শুনানিতে চসিকের ৮টি রাজস্ব সার্কেলের অধীনে পৃথক আপিল বোর্ড করদাতাদের অভিযোগ নিষ্পত্তি করবে। প্রথম দিনে ৪ নম্বর সার্কেলের ১৪০ জন ভবন মালিককে নোটিস দেওয়া হলেও ১০৪ জন শুনানিতে অংশ নেন। গতকাল পর্যন্ত ৮টি সার্কেলে প্রায় ৪৮ হাজার আবেদন জমা পড়েছে। এবার চসিক এক লাখ ৮৫ হাজার ২৪৮ হোল্ডিংয়ের বিপরীতে ৮৫১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৫৫৯ টাকা গৃহকর দাবি করে। চসিকের রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, অতীতে এক হাজার টাকা কর দিতেন এমন ভবন মালিকের নতুন নিয়মে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। গতকাল আবেদনের ভিত্তিতে তার কর ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। এভাবে করপুনর্মূল্যায়নে আপিল বোর্ডে আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। শুনানিকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, গৃহকর নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। একটা বোর্ড দিয়ে আপিল নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে আরও ৭টি আপিল বোর্ডে নিষ্পত্তির কাজ চলবে। জনগণের সুবিধাজনক জায়গাতেই এসব আপিল বোর্ড পরিচালিত হবে। তিনি বলেন, শুরু থেকেই বলেছি, কর সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর