মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অরফানেজ ট্রাস্ট মামলা

সাক্ষীকে জেরার বিষয়ে হাই কোর্টের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরার আবেদন নিষ্পত্তি করে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছে আপিল বিভাগ। শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।

এর ফলে এ বিষয়ে হাই কোর্টের দেওয়া রায় বহাল রইল। ২২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে হাই কোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খালেদার আইনজীবীরা। এরপর আপিল বিভাগের চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর