মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গুরুত্বপূর্ণ মান সনদ পেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত খাদ্য পণ্যের মান-নিয়ন্ত্রণে উৎকর্ষতায় নতুন দ্বার  উন্মোচিত হলো। পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার সর্বোচ্চ ধাপ  HACCP (Hazard Analysis and Critical Control Point) সনদ পেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার রশিদুল আহ্সান সম্প্রতি ব্যুরো ভেরিতাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদের কাছ থেকে সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

HACCP একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার সনদ যা খাদ্য উৎপাদনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত ও নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ভোগ্যপণ্য গ্রহণে ভোক্তার আস্থা সুনিশ্চিত করে।

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএফবিআইএল) দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টিবিষয়ক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে। এরই লক্ষ্যে শ্রেষ্ঠত্বের মান বজায় রেখে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভোক্তা সন্তুষ্টির জন্য গুণগত নিরাপদ খাদ্য উৎপাদন করে বসুন্ধরা ব্র্যান্ডে দেশব্যাপী বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর