মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক নেতা হত্যাচেষ্টা ষড়যন্ত্রে জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রবিবার রাতে পিস্তলধারী দুই ব্যক্তি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হলে পুলিশ এস এম আবদুল কাজিম ওরফে বাবু নামের এক হামলাকারীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করেছেন কাজী শাহেদ। বাবুকে গতকাল সকালে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কাজী শাহেদ বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের ব্যুরোপ্রধানও। তাকে হত্যাচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। সকালে নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়। এতে সিনিয়র সাংবাদিক  মুস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম ও বিএফইউজের সদস্য আনিসুজ্জামান। বক্তারা, এ ঘটনায় জড়িত অন্য আরেকজনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দাবি জানান।

কাজী শাহেদ জানান, তিনি অলোকার মোড় থেকে তার এক আত্মীয়ের সঙ্গে একই মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে পিস্তল হাতে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন বাবু ও তার এক সহযোগী। বিষয়টি টের পেয়ে শাহেদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তার বাড়ির কাছের গলিতে ঢুকে পড়েন। এরপর নগর পুলিশের কর্মকর্তাদের জানালে পুলিশ মুন্সিডাঙ্গা এলাকায় গিয়ে শাহেদকে উদ্ধার করে। পরে পুলিশ হামলাকারী বাবুকে আটক করে। তবে তার সহযোগী অন্য একজন পালিয়ে যায়। পরে কাজী শাহেদ বাদী হয়ে থানায় মামলা করেন বলে জানান বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ। গতকাল দুপুরে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক হুসাইন মিঠু এক যুক্ত বিবৃতিতে কাজী শাহেদকে অস্ত্র হাতে ধাওয়া ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর