বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতি ঘুরলেন সেই জেলখানায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সামরিক শাসক জিয়াউর রহমানের সময় রাজবন্দী হিসেবে যে কারাগারে সাত মাস বন্দী ছিলেন, ৪০ বছর পর সেই রাজশাহী জেলা কারাগার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনের সফরে গতকাল দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে রাজশাহী পৌঁছান। বিকালে জেলা কারাগার পরিদর্শন করেন।

জিয়ার সামরিক শাসনামলে ১৯৭৭ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত রাজবন্দী হিসেবে রাজশাহীর এই কারাগারে ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ। গতকাল কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। পরে তিনি তার সাত মাসের রাজশাহী জেলজীবনে কাটানো ৮ নম্বর ডিভিশন ওয়ার্ড (বর্তমান নাম মহানন্দা ওয়ার্ড) ঘুরে দেখেন। পাশাপাশি ‘২০ সেল’ ও ‘কনডেম সেল’ ঘুরে দেখেন তিনি। ‘২০ সেলে’ ভয়ঙ্কর কয়েদিদের রাখা হয় বলে কারা কর্মকর্তারা জানান।

সর্বশেষ খবর