মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থী-অটোশ্রমিক সংঘর্ষ প্রভোস্টসহ ১০ ছাত্র আহত

শাবি সংবাদদাতা

সিলেট-সুনামগঞ্জ সড়কে রাতে সিএনজিচালিত অটোরিকশায় প্রায়ই ছিনতাইর শিকার হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। এর প্রতিবাদে ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে গতকাল সকালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপের সময় বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রভোস্ট, পুলিশ সদস্য ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন  আহত হন। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা যায়, কয়েকদিন ধরে রাতে নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিএনজি অটোরিকশায় ছিনতাইর শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে অটোরিকশা শ্রমিকরা এসে তাদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ।

সর্বশেষ খবর