রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
৬১তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

বাংলাদেশ সৃষ্টির অন্যতম স্বপ্নপুরুষ ছিলেন মেজর গণি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সৃষ্টির অন্যতম স্বপ্নপুরুষ ছিলেন মেজর গণি

জাতীয় প্রেস ক্লাবে গতকাল মেজর আবদুল গণির স্মরণ সভায় বক্তারা —বাংলাদেশ প্রতিদিন

ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির ৬১তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা বলেছেন, বাংলাদেশ সৃষ্টির অন্যতম স্বপ্নপুরুষ ছিলেন মেজর গণি। পাকিস্তান আমলের প্রথম বাঙালি মেজর গণি তৎকালীন বাঙালি সৈনিকদের বাধ্যতামূলক উর্দুতে কথা বলার নির্দেশনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেছিলেন। যে কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মেজর গণির ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজর গণি পরিষদের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা মেজর গণির নামানুসারে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণসহ ১২ দফা দাবি জানান।

 আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি মাহমুদুর রহমান খোকন প্রমুখ। আবদুল মতিন খসরু বলেন, ভাষা আন্দোলন যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই আন্দোলনের অন্যতম দুই সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত ও মেজর আবদুল গণি।

মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, মেজর গণি বাংলাদেশের কৃতী সন্তান। তিনি দেখিয়েছেন বাঙালি জাতি অস্ত্র ধরতে জানে। শওকত মাহমুদ বলেন, সামরিক সত্তার ভিত্তি তৈরি করেছিলেন মেজর গণি। সারা বাংলায় মেজর গণির নাম ছড়িয়ে দিতে হবে।

আছিয়া আলী ফাউন্ডেশন : একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মেজর গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আছিয়া আলী ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বিআইবিএমের মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর