রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নব্য জেএমবির অর্থদাতার বাবা মা বোন গ্রেফতার

হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হামলা

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র অর্থের জোগানদাতা বাবা-মা ও তার ছোট বোনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত শুক্রবার রাজধানীর গুলশান-১ নম্বরের ১২৭ নম্বর রোডের ১২ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে আবু তুরাব খান (৫৬), সাদিয়া হোসনা লাকী (৪৬) ও তাজরীন খানম শুভকে (২৯) গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। ডিএমপি সূত্র জানায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জঙ্গি হামলার পরিকল্পনাকে নসাৎ করে দেয় পুলিশ। ওই সময় পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হয়ে মারা যায় জঙ্গি সাইফুল ইসলাম। এ ঘটনায় গত ১৬ আগস্ট কলাবাগান থানায় মামলা হয়। মামলার তদন্তে বেরিয়ে আসে হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা আকরাম হোসেন খান নিলয়ের নাম। গ্রেফতার হওয়া আবু তুরাব খান হলেন নিলয়ের বাবা। তিনি সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। মা সাদিয়া হোসনা লাকী ও বোন তাজরীন খানম শুভ। বাবা মা ও ছোট বোন গ্রেফতার হলেও নিলয় এখনও পলাতক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর