রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
শ্রীমঙ্গলের স্মরণসভায় অভিমত

অসাম্প্রদায়িক দেশ গড়ায় সাংবাদিক সমাজের অনেক দায়িত্ব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

‘একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছে, ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। এমন দেশের মাটিতে সাম্প্রদায়িকতার ঠাঁই হতে পারে না। এ ব্যাপারে সাংবাদিকদের অনেক দায়িত্ব। জনগণকে তাদেরই সচেতন করে তুলতে হবে।’ গতকাল শ্রীমঙ্গলে অনুষ্ঠিত সাংবাদিক গোপাল দেব চৌধুরীর স্মরণে আয়োজিত সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। স্মরণসভার আয়োজক শ্রীমঙ্গল প্রেস ক্লাব। এই ক্লাবেরই সদ্য প্রয়াত সভাপতি গোপাল দেব। শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটরিয়ামে প্রেস ক্লাবের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন দৈনিক অর্থনীতি সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বেরুল ইসলাম, সাংবাদিক মির্জা মেহেদী তমাল, নেসারুল হক খোকন, এস এম উমেদ আলী ও অভিজিৎ ভট্টাচার্য, সাবেক এআইজি মালিক খসরু পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান প্রমুখ। উপাধ্যক্ষ আবদুস শহীদ উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচিত প্রতিনিধি ও সাংবাদিকরা একযোগে কাজ করলে দ্রুত দেশের উন্নতি সাধন সম্ভব। ফরিদা ইয়াসমিন তার বক্তৃতায় গোপাল দেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি যদি জাতীয় পর্যায়ে থাকতেন, তাহলে তার সেবা দ্বারা দেশ ও সমাজ অনেক বেশি উপকৃত হতো। জাতীয় প্রেস ক্লাব নেত্রী সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ হওয়ার তাগিদ দিয়ে বলেন, আজকাল ফেসবুকে কিছু দেখলেই হামলে পড়া ঠিক নয়। অনেক রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। এখানে সাম্প্রদায়িকতার বিষবাস্প কেউ যাতে ছড়াতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর