সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গণপরিবহনে মোবাইল কোর্ট ১৯ নভেম্বর থেকে : খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীর যানজট অসহনীয় হয়ে উঠেছে। যখন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তখন যানজট কম থাকে। ডিএমপি, ডিএসসিসি ও বিআরটিএ দ্রুত সমন্বয় সভা করে আগামী ১৯ নভেম্বর থেকে টানা এক মাস ডিএসসিসির পাঁচটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবে।

তিনি জানান, গতকাল নগর ভবনে সেবাদানকারী সংস্থাসমূহের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২৬টি সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির পাঁচটি স্থানে লক্কড়ঝক্কড় ও লাইসেন্স ছাড়া বাসের বিরুদ্ধে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর