মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আদালতের নির্দেশে একাত্তরে চার বছরের বাচ্চাও মুক্তিযোদ্ধা

সংসদে মন্ত্রী মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একাত্তরে যে চার বছরের বাচ্চা ছিল, আদালত তাকেও মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, তার বকেয়া ভাতাও এককালীন মিটিয়ে দিতে বলা হয়েছে। এমনিভাবে আদালতের নির্দেশের ফলে অমুক্তিযোদ্ধারাও তালিকায় ঢুকে পড়েছে। এ ছাড়া আদালতের স্থগিতাদেশের কারণে এখনো ১৮ হাজার অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছেন এবং নিয়মিত ভাতাও পাচ্ছেন। দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদসহ একাধিক এমপির সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘আদালত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত হওয়ার বিষয়টি মৌলিক অধিকার হিসেবে বিবেচনায় নিয়ে নির্দেশ দিচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধার তালিকা মৌলিক অধিকারের বিষয় নয়। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা। তারাই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার অধিকারী। আদালতের নির্দেশের কারণে আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সমস্যায় পড়েছি।

তবে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি এ সমস্যাটি আদালত পুনর্বিবেচনা করবে।’ মোজাম্মেল হক বলেন, ৩৩ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হয়েছে। এ বিষয়ে আদলতে ১১৬টি মামলা হয়েছে। আদালতের নির্দেশে ১৮ হাজার অমুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আছেন। তিনি আরও বলেন, ‘আদালতে মামলা থাকায় তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের এখনো বাদ দিতে পারিনি।

সর্বশেষ খবর