এবার অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে সিলেটের জাফলংয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। গতকাল সকাল ৮টার দিকে জাফলং মন্দিরের জুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আটক করেছে। এর আগে গত ৭ নভেম্বর কানাইঘাটে লোভাছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধ্বসে ৬ জনের মৃত্যু হয়েছিল। গতকাল নিহত নারী শ্রমিক চম্পা রাণী দাস (১৮) নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানার শ্যামপুর গ্রামের রঞ্জিত দাসের মেয়ে। আহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লার দীনবন্ধু বিশ্বাসের মেয়ে জ্যোতি বিশ্বাস, জ্যোতি সরকারের ছেলে দীপ্ত সরকার ও সুনিল সরকারের ছেলে অজিত সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলন করছিল। সকালে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে চম্পা রাণী দাস মারা যান। আহত হন আরও তিনজন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।
প্রসঙ্গত, গত ১১ মাসে সিলেটের বিভিন্ন কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা হলেও প্রভাবশালীরা সবসময় থেকে যান ধরাছোঁয়ার বাইরে।