মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়ার বক্তব্যে কোনো আক্রোশ নেই

—নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরপেক্ষ নির্বাচন দাবিতে কারও প্রতি আক্রোশের ব্যাপার নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘জনসভায় শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগ করেননি ম্যাডাম। তিনি বলেছেন, শেখ হাসিনা বা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বাংলাদেশের জনগণ যাবে না। এটা রাজনৈতিক বক্তব্য। এখানে কোনো আক্রোশের ব্যাপার নেই।’ আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল দুপুরে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ এর উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির এ নেতা।

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, সাবেক ছাত্রনেতা আলী আক্কাস নাদিম প্রমুখ বক্তব্য দেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি বেগম খালেদা জিয়া জানিয়েছেন তা স্পষ্টই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং রাজনৈতিক দাবি। এর সঙ্গে কারও প্রতি প্রতিহিংসা বা আক্রোশের ব্যাপার নেই। চেয়ারপারসন স্পষ্ট করেই বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা চাই আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত  হোক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করে, যদি বিশ্বাস করে যে তারা অনেক উন্নয়ন করেছে, জনগণ তাদের ভালোবাসে; তাহলে বেগম খালেদা জিয়া দুটি চ্যালেঞ্জ করেছেন, যে কোনো একটা গ্রহণ করুন। একটা হলো কোনো বাধা না দিয়ে জনসভা করুন, দেখেন কার জনসভায় কত লোক হয়। অন্যটি হলো— নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সেই নির্বাচনে আওয়ামী লীগও যদি বিজয়ী হয় আমরা তাদের গ্রহণ করব। কিন্তু তারা (ক্ষমতাসীন সরকার) জানে যে, তাদের কোনো সম্ভাবনা নেই। অতএব তারা দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে চায় এবং সেটা কোন সরকার? তাদের সরকার।’

বিএনপির এই নেতা বলেন, ‘কোন দেশে আছে যে, সংসদ বহাল রেখে নির্বাচন হয়। আপনারা ক্ষমতায় থাকবেন, আপনাদের সংসদ সদস্যরা সংসদ সদস্য থাকবে, আপনাদের গোছানো-সাজানো প্রশাসন থাকবে, পুলিশ থাকবে। আর এর মধ্যে আমাদের নির্বাচনে যেতে হবে। আর সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে আমাদের বিশ্বাস করতে হবে। বাংলাদেশের জনগণ আপনাদের যুক্তি মানে না।’

সর্বশেষ খবর