রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নৌকার বিজয় নিশ্চিত করতে একাট্টা আওয়ামী লীগ

রংপুর সিটি নির্বাচন

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতারা। এক্ষেত্রে আওয়ামী লীগের জেলা-মহানগর কমিটি, সব সহযোগী সংগঠন এবং দলের মনোনয়ন প্রত্যাশী নেতারাও একাট্টা হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কোনো নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজে অনীহা প্রকাশ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল রংপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহমেদ ঝন্টু পাঁচ বছর রংপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালনকালে দলীয় কার্যালয়ে যাননি। দলীয় কোনো কর্মসূচিতেও অংশ নেননি বলে দলের নেতা-কর্মীদের অভিযোগ ছিল। এ নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দল আবারও তাকেই মেয়র পদে মনোনয়ন দেওয়ায় অতীতের ক্ষোভ ভুলে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই একাট্টা হয়ে কাজ করবে। রংপুর আওয়ামী লীগের টার্গেট এখন একটাই। তা হলো নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা। এদিকে গতকাল সকালে নগরীর বেতপট্টি সড়কের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত হয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু। সভায় দলের মনোনয়নপ্রত্যাশী অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 দলের জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতীতের ক্ষোভ, দুঃখ ভুলে দলীয় মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সঙ্গে দলের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও দলের প্রার্থীর জন্য একাট্টা হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, অতীতে কি হয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র পদে সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে মনোনয়ন দিয়েছেন। বিজয় নিশ্চিত করতে দলীয় প্রার্থীর পড়্গে সর্বাত্মক ও স্বত:স্ফুর্তভাবে কাজ করার সিদ্ধান্ত্ম নেওয়া হয়েছে। কোনো নেতা এতে অনীহা প্রকাশ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।   

এদিকে শুক্রবার মহানগর আওয়ামী লীগের সভায়ও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির সভাপতি সাফিউর রহমান সফি জানিয়েছেন। তিনিও মেয়র পদে মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। সভায় মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুও উপস্থিত ছিলেন। সাফিউর বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে একাট্টা হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বলেন, দলীয় স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত। জেলা ছাত্রলীগ সার্বক্ষণিক মাঠে থাকবে। একই অভিমত ব্যক্ত করেন মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন। 

জানতে চাইলে মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, পাঁচ বছরে ২০৪ বর্গকিলোমিটার এ সিটি করপোরেশনে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় অনেক উন্নয়ন হয়েছে। চলমান কাজ শেষ হলে রংপুরে জলাবদ্ধতা থাকবে না। কোনো সড়ক ভাঙা থাকবে না। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছি। তারা সবাই আমার পাশে থাকবেন বলে অঙ্গীকার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর