রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

তাদের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে

—রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

তাদের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে

আওয়ামী লীগ ও বিএনপির প্রতিহিংসার রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি। তিনি বলেন, আগামীতে দেশে সুশাসন ও অগ্রগতির জন্য জনগণ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ দেখতে চায়। গতকাল নোয়াখালীর সদরে জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী, পীর ফজলুর রহমান মিজবাহ, আমিন হোসেন ভূইয়া, শফিকুর রহমান, রিন্টু আনোয়ার, বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, সৈয়দ ইফতেখার হাসান প্রমুখ।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য এইচ এম এরশাদের ও জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। রুহুল আমিন হাওলাদার আগামী নির্বাচনকে সামনে রেখে এক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়েছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার ৯ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র ছিল, মানুষের নিরাপত্তা ছিল, অধিকার ছিল, শান্তি ছিল। অর্থনৈতিক সমৃদ্ধপূর্ণ দেশে তখন হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট তৈরি হয়েছিল। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ছিল না। আর এখন জাতি একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর