রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘মুক্তির লড়াইয়ে ধারণ করতে হবে নজরুলকে’

নিজস্ব প্রতিবেদক

‘ধর্মান্ধতা ও মৌলবাদিতা বাদ দিয়ে কাজী নজরুল ইসলাম একটি মানবিক সমাজ নির্মাণে নিরন্তর কাজ করেছেন। এ জন্যই নজরুল পাঠ আজও প্রাসঙ্গিক। তার নির্দেশিত পথ ধরেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মুক্তির লড়াইয়ে কাজী নজরুলকে ধারণ করতে হবে।’ অক্টোবর বিপ্লব এবং কাজী নজরুল ইসলাম’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল পাবলিক লাইব্রেরিতে বাঁশরীর সভাপতি ড. মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আবুল বারকাত, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক সফিকউজ্জামান, বিথী ঘোষ প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় নজরুলের কবিতা আবৃত্তি করেন রেজাউল হোসেন টিটু, সীমা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত চৌধুরী।

হায়দার আকবর খান বলেন, বাংলা সাহিত্যে প্রথম সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। তিনি সোভিয়েত ইউনিয়নের অক্টোবর বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। নজরুলের রচনা এবং অক্টোবর বিপ্লবের চেতনা একই— মানুষের মুক্তি। কিন্তু এই মুক্তি আজও আসেনি। এই মুক্তির লড়াইয়ে নজরুলকে ধারণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর