সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রেসিডেন্টদের ভাতা দ্বিগুণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রেসিডেন্টদের ভাতা দ্বিগুণ হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বেসরকারি আবাসিক চিকিৎসকদের (রেসিডেন্ট) ভাতা দ্বিগুণ করা হচ্ছে। আগামী বুধবার এ ব্লকের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, বিএসএমএমইউ’র ৫৮২ জন ও অধিভুক্ত ১৯ মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত ৮৭৯ জনসহ মোট এক হাজার ৪৬১ জন চিকিৎসককে বর্ধিত হারে এ ভাতা দেওয়া হবে। পাঁচ বছরের রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত এসব সরকারি চিকিৎসক প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন।

সর্বশেষ খবর