সৎ মেয়েকে ধর্ষণের দায়ে রাজশাহীতে নবাব আলী ওরফে লোবা (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নবাব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অর্থ পরিশোধ না করলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাকে। রাজশাহীর পুঠিয়া উপজেলার চন্দনমাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে নবাব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, ২০১১ সালে নবাব তার দ্বিতীয় স্ত্রী এবং তার ১৩ বছর বয়সী মেয়েকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। এরপর নবাব আলী মেয়েটিকে ধর্ষণ করেন। সাত মাস পর ২০১২ সালের ৪ এপ্রিল নবাব তার স্ত্রীকে জুসের সঙ্গে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ান। এতে তিনি ঘুমিয়ে পড়লে রাতে আবার সৎ মেয়েকে ধর্ষণ করেন।