কুমিল্লা সেনানিবাস এলাকায় রাস্তা পারাপারের সময় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের একটি বাসের ধাক্কায় কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়েছে। বাসা থেকে কলেজে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আসিফ আহমেদ কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের সৌদি প্রবাসী জামাল হোসেনের ছেলে এবং ইস্পাহানী
পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য তাজুল ইসলাম আসিফ আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।