রাজশাহী মহানগর ছাত্রদলের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, চারটি থানা ও ৩৭টি ওয়ার্ড কমিটি আছে। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি জানান, মেয়াদ শেষ হওয়ার কারণে নগর ছাত্রদলের সব ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়। এর মধ্যে রয়েছে, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মেডিকেল কলেজ ও আইএইচটি শাখা। একই সঙ্গে বোয়ালিয়া থানা, রাজপাড়া থানা, শাহ মখদুম থানা ও মতিহার থানা শাখা এবং মহানগরীর ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।