রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাডমিন্টন মাঠে আলোকসজ্জা নিয়ে বিরোধের জেরে কাওছার আহমেদ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাপ্পু, রিফাত, তুহিন, সাঈদ, আমান ও আশিকুর রহমান নামে ৫ জনকে আটক করেছে পুলিশ। নিহত কাওছার মোটর মেকানিক ছিলেন। তার বাবার নাম মোশাররফ হোসেন। বাড়ি চাঁদপুরের মতলব থানার বহুরী দীঘি গ্রামে।
তিনি দনিয়া কলেজের পেছনে পরিবারের সঙ্গে থাকতেন।
কাওছারের মামা বাবুল বিশ্বাস অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের মূলহোতা রাব্বি। তাকে পুলিশ এখনো ধরতে পারেনি।