সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-২০১৭ ব্যাচ রিক্রুুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী সেনানিবাসে রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মেজর এস এম আমিনুল ইসলাম।

 প্যারেড কমান্ডার ছিলেন মেজর হাসান হাফিজুর রহমান। এ বছর সব বিষয়ে সেরা রিক্রুট বিবেচিত হন নবাব মিয়া, দ্বিতীয় হন ফুল বাবু মিঞা।

অনুষ্ঠানে জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, যুগোপযোগী, সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। দীর্ঘ ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ উজ্জ্বল রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করলেন। এই প্রশিক্ষণকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

সর্বশেষ খবর