সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এইডস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারা দেশের মধ্যে সিলেট বিভাগে এইচআইভি (এইডস) আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর অন্যতম কারণ দেশের অন্য অঞ্চলের চেয়ে সিলেটে অভিবাসীর সংখ্যাগরিষ্ঠতা। গতকাল সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ আয়োজিত ‘অভিবাসী ও স্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। এছাড়া বক্তব্য রাখেন ইউনিসেফের এইচআইভি স্পেশালিস্ট ডা. জিয়া উদ্দিন, ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকলজি বিভাগের প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রায় ৪০০ ব্যক্তি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। চিহ্নিত করা যায়নি এমন আরও তিন শতাধিক ব্যক্তিও রয়েছেন।

সর্বশেষ খবর