সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিএনজি ধর্মঘট ২৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

উবার, পাঠাও অ্যাপভিত্তিক পরিবহন সেবাকে নীতিমালার আওতায় আনাসহ আট দফা দাবিতে ২৭ ও ২৮ ডিসেম্বর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। বলা হয়েছে, ধর্মঘটের মাধ্যমে দাবি পূরণ না হলে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট শুরু হবে।

এ ছাড়া আগামী ৩ ডিসেম্বর বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আট দফা দাবির অন্যগুলো হলো, মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা আনা, ঢাকায় ৫ হাজার ও চট্টগ্রামে ৪ হাজার অটোরিকশা চালকদের নামে দেওয়া, পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা, সরকার নির্ধারিত জমার টাকা ঢাকায় ৯০০ ও চট্টগ্রামে ৬০০ টাকা বাস্তবায়ন করা, অবৈধ পার্কিংয়ে মামলা না দেওয়া, ঢাকায় নিবন্ধিত অটোরিকশা ঢাকা জেলার সব জায়গায় চলাচল করতে দেওয়া।

সর্বশেষ খবর