বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভোটার দিবস চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

ভোটার দিবস চায় ইসি

ভোটার হতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে বছরের একটি দিনকে ভোটার দিবস পালনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ১৩তম নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। বিভিন্ন দিবস ঘোষণায় সরকারের সম্মতির প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ইসি সিদ্ধান্ত নেওয়ার পর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠাতে হবে। ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন বছরে এক দিন ভোটার দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভোটার হওয়ার যোগ্যরা ভোটার হতে আগ্রহী হয়। বিশ্বের অনেক দেশে ভোটার দিবস পালিত হয়। কমিশন সভায় এ নিয়ে দিন-তারিখ ঠিক হয়নি। আমরা পরে এজন্য দিন ঠিক করে কমিশন সভার সিদ্ধান্তের জন্য উপস্থাপন করব।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর