বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আগাম জামিন নিলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও মানহানির মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চে গতকাল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এ আদেশ দেওয়া হয়। আদালতে আসিফ নজরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির পরে সাংবাদিকদের বলেন, মানহানির মামলায় ১০ সপ্তাহ ও তথ্য-প্রযুক্তি আইনের মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত আসিফ নজরুলকে আগাম জামিন দিয়েছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১৮ নভেম্বর আসিফ নজরুলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘লস্কর’ নিয়োগে ৯২ জনের মধ্যে ৯০ জনই মাদারীপুর জেলার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর