বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিদ্ধান্তের তিন মাসেও হয়নি ফল সংশোধন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার পরও অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০১৫ ব্যাচের ‘ত্রুটিপূর্ণ ফলাফল’ সংশোধন করা হয়নি। শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ২৪৪তম অ্যাকাডেমিক কাউন্সিল (এসি) ও ৪৭২তম সিন্ডিকেট সভায় জরুরি ভিত্তিতে ফল সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের তিন মাস পেরিয়ে গেলেও দুই পক্ষের ‘কাদা ছোড়াছুড়িতে’ থমকে গেছে ফল সংশোধনের কার্যক্রম। এদিকে ফলাফল সংশোধন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগ সূত্রে জানা গেছে, ভগ্নাংশ রেখে ফলাফল প্রকাশের প্রচলিত কোনো নিয়ম না থাকলেও অর্থনীতি বিভাগের ২০১৫ (অনুষ্ঠিত ২০১৬) ব্যাচের শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ভগ্নাংশ রেখেই ফল তৈরি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর