বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফুটপাথে নির্মাণসামগ্রী আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফুটপাথ দখল করে নির্মাণসামগ্রী রাখায় এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় চারটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ফুটপাথে নির্মাণসামগ্রী রেখে দখল করায় ‘কমপ্রিহেন্সিভ ডেভেলপার্স লিমিটেড’ ও ‘কিয়স্কি ডেভেলপার্স’ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই কারণে নির্মাণাধীন এক বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ‘তেহারী’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা এবং ‘ভুতের বাড়ী’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর