শিরোনাম
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যবই কমানো ও সহজ করার প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক পর্যায়ের ১২টি বই সুখপাঠ্য (সহজ) করা হয়েছে। পর্যায়ক্রমে বিনামূল্যের সব পাঠ্যবই আরও সহজ করা হবে। এ ছাড়া পাঠ্যবই কমানোরও চেষ্টা চলছে। গতকাল সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে অনুষ্ঠিত এক সভা থেকে এসব তথ্য জানা গেছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন, শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মঞ্জুর আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, অধ্যক্ষ কাজী ফারুক আহমদ প্রমুখ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষার উন্নয়নে কর্মশালা করা হবে। কর্মশালায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাবিদদের পরামর্শে এসব কাজ করা হচ্ছে। শিক্ষাক্রম পরিমার্জনের জন্য একটি সাব-কমিটিও কাজ করছে। পরিমার্জনের জন্য একটি কাঠামোও তিনি সভায় উপস্থাপন করেন। সভায় শিক্ষাক্রম সংস্কার, প্রশ্ন প্রণয়ন পদ্ধতি, ছাত্রদের নৈতিক শিক্ষা এবং শিক্ষকদের মূল্যবোধ ও নৈতিকতা উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর