সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গ্রামপুলিশের বেতন কেন চতুর্থ শ্রেণির স্কেলে নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

গ্রামপুলিশ সদস্যদের জাতীয় বেতন কাঠামো অনুসারে চতুর্থ শ্রেণির স্কেলের সমমর্যাদা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর