শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকদের ভুলে ইবির ভর্তি পরীক্ষায় অর্ধেক অনুপস্থিত

জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায় অর্ধেক পরীক্ষার্থীই অনুপস্থিত ছিলেন। গতকালের পরীক্ষায় ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৮২ জন অংশ নেন। ‘শিক্ষকদের ভুলে’ গত মঙ্গলবার বাতিল হওয়া পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফেরদাউস হাসান জয় ও যশোর এম এম কলেজের ছাত্র সাব্বির রহমান। জানা যায়, প্রশ্নপত্রে অসঙ্গতির কারণে গত মঙ্গলবার ‘সি’ ইউনিটের পরীক্ষা বাতিল ও স্থগিত করে প্রশাসন। গতকাল দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগই কুষ্টিয়া-ঝিনাইদহের স্থানীয় বলে হল পরিদর্শকরা জানিয়েছেন। জানা গেছে, মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা থাকায় উপস্থিতি কম ছিল। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র শিক্ষক জানান, সি ইউনিটের শিক্ষকদের ভুলের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দূরের শিক্ষার্থীরা এই ভোগান্তির কথা মনে করে পুনঃভর্তি পরীক্ষায় অংশ নেয়নি।

এদিকে পরীক্ষার প্রথম শিফটে ব্যবসায় প্রশাসন ভবনের দায়িত্বরত সহকারী প্রক্টর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদুজ্জামান ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুজ্জামান পরীক্ষা শুরুর আগে ভবনের গেট থেকে সন্দেহজনকভাবে কাজী ফেরদৌস হাসানকে আটক করেন। পরীক্ষা শুরুর পর একই ভবনের ১০৫ নং কক্ষ থেকে সাব্বির রহমানকে আটক করা হয়। কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। পাবলিক বিশ্ববিদ্যালয় অপরাধ আইনে তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর