শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অকাল বৃষ্টিতে চট্টগ্রামে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বন্দর নগরী চট্টগ্রামে গতকাল দিনভর ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আকাশে ছিল না সূর্যের দেখা। এ অকাল বৃষ্টিতে বেড়ে যায় শীতের প্রকোপ। ছুটির দিন হওয়ায় গতকাল নগরীর রাস্তায় খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হননি। যারা ঘরের বাইরে পা রেখেছেন তাদের হাতে ছিল ছাতা। আর পরনে ছিল শীতের পোশাক। শৈবাল আচার্য নামের একজন সংগঠক বলেন, দুপুরের পর থেকে বেশি ঠাণ্ডা পড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। অকাল বৃষ্টিতে শীতের মাত্রা বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর