শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য— ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে। প্রতি বছর দিবসটি পালিত হলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। আজ সকালে কমিশন চেয়ারম্যান কমিশনের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করবেন। পরে কমিশনের মিডিয়া সেন্টারে রক্ষিত রেজিস্টারে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর