শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গ্যালারি কসমসে ‘শান্তি’শীর্ষক প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

গ্যালারি কসমসে ‘শান্তি’শীর্ষক প্রদর্শনী

শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর শিল্পকর্ম নিয়ে গ্যালারি কসমসে শুরু হয়েছে ‘শান্তি’ শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফারাজ আয়াজ হোসেনের মা শিমীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এবং স্থপতি ও কবি রবিউল হুসাইন। ব্রিগেডিয়ার জেনারেল শহীদ জামিল উদ্দিন আহমদ (বীরউত্তম) এবং ফারাজ আয়াজ হোসেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শনীটি নিবেদিত। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। ১৭  ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। ‘প্রজেকশন অব আইডেন্টিটি’ শীর্ষক প্রদর্শনী : এ এইচ ঢালি তমালের ছাপচিত্র নিয়ে ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে ‘প্রজেকশন অব আইডেন্টিটি’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন শিল্পী শহীদ কবির। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান। প্রদর্শনীতে ড্রইং ও ছাপচিত্র মিলিয়ে মোট ৫৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ২১ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর