শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেগম রোকেয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া দিবস আজ

আজ বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। সরকারিভাবে প্রতি বছর এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক-২০১৭ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর