সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিশু হত্যায় তিনজনের ফাঁসি বহাল

ভাবী খুনে দেবরের মৃত্যুদণ্ড

নিজস্ব ও আদালত প্রতিবেদক

জামালপুরের শিশু মুস্তাসিম বিল্লাহ হত্যা মামলায় তিন আসামির ফাঁসির রায় বহাল রেখেছে হাই কোর্ট। অন্য দুজনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি করে গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। হাই কোর্টে তোফায়েল আহমেদ হীরা, সোহেল রানা শিপন ও আনোয়ার হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখে লোকমান আলী ও আয়নাল হককে খালাস দেওয়া হয়েছে। জানা গেছে, ২০০১ সালের ৩১ মে রাতে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুত্ফর রহমানের সাত বছর বয়সী পুত্র মুস্তাসিমকে চাচাতো ভাই তোফায়েল আহমেদ হীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে শহরের নান্দিনা খড়খড়িয়া এলাকায় নিয়ে মুস্তাসিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। রাজধানীর পল্লবী থানা এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ভাবীকে হত্যার দায়ে তার দেবর রাব্বি হোসেন মনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর