সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডিএসসিসিতে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায় নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আইনে নির্ধারিত মডেল ট্যাক্সের চেয়ে অতিরিক্ত  হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রাজধানীর খিলগাঁওর ১০৪ বাসিন্দার একটি রিটের প্রাথমিক শুনানি করে গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি এম ফারুকের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য বিভিন্ন সময় জারি করা নোটিসের কার্যকারিতা স্থগিত করেছে আদালত।

সর্বশেষ খবর