বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গাছ কাটতে চাইলে আগে আমাদের কাটতে হবে : জুয়েল আইচ

নিজস্ব প্রতিবেদক

গাছ কাটতে চাইলে আগে আমাদের কাটতে হবে : জুয়েল আইচ

রাজধানীর উত্তরায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাদুশিল্পী জুয়েল আইচ —বাংলাদেশ প্রতিদিন

নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ বলেছেন, ‘উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করতে হবে। বন বিভাগের নিষেধ সত্ত্বেও উত্তরায় অনেক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এসব গাছ ধ্বংস হতে দেব না। গাছ জড়িয়ে ধরব। গাছ কাটতে চাইলে আগে আমাদের কাটতে হবে।’ গতকাল উত্তরায় বিভিন্ন সেক্টরে বৃক্ষনিধন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। উত্তরার বিভিন্ন সেক্টরসহ রাজধানীর বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। জুয়েল আইচ আরও বলেন, ‘বাঁচার অন্যতম উপাদান অক্সিজেন। তারপর খাবার ও পানি। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আমরা চাই না যে গাছ আমাদের বাঁচায়, যে গাছে পাখির কুহুতান হয়, বাঁচার ছায়া দেয়, তা কেউ উন্নয়নের নামে কেটে ফেলুক।’

সর্বশেষ খবর