শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে

বুদ্ধিজীবী দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই সেদিন বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে । জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ আহ্বান জানান। প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের চেয়ারম্যান শামসুদ্দিন পেয়ারা, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, সিনিয়র সাংবাদিক হাবিবুল বাসার, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক শাহিন রেজা নূর, সাংবাদিক নাসিমুল আরা হক মিনু প্রমুখ। সভা সঞ্চালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী নীলনকশা করে দেশের বিভিন্ন স্থানে লেখক-সাংবাদিক ও শিক্ষকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে। বিজয়ের দুদিন আগে ঢাকায় বুদ্ধিজীবী নিধন চালানো হয়। এ ঘটনায় অনেক সাংবাদিককে প্রাণ দিতে হয়। শহীদ সাংবাদিকদের স্মৃতিচারণ করে তিনি বলেন, যেসব শহীদ সাংবাদিকদের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তালিকা করে তাদের প্রতি সম্মান জানাতে হবে। স্বাধীনতা বিরোধী যেসব ঘাতক বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে এনে বিচার করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর