শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বদলে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

আধুনিকায়নের ছোঁয়ায় ধীরে ধীরে বদলে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। দীর্ঘদিন অবহেলা আর অযত্নে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এটি। বর্তমানে নানান জাতের প্রাণীর পাশাপাশি নতুনত্ব ও সৌন্দর্যবর্ধনের জন্য অনেক কাজ শুরু হয়েছে। পাশাপাশি আনা হয়েছে বাঘ-সিংহের মতো প্রাণী। এরপর আসছে তিন জোড়া জেব্রাও। সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জেব্রাগুলো আনার প্রস্তুতি রয়েছে। এগুলোর জন্য চলছে ঘরখাঁচা নির্মাণের কাজ। সূত্র জানায়, আফ্রিকা মহাদেশ থেকে এ জেব্রা আমদানি করার পরিকল্পনা রয়েছে। এসব জেব্রার দাম হতে পারে ৪৮ লাখ টাকা করে। চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, বাঘ-সিংহের পর এবার তিন জোড়া জেব্রা আনার প্রস্তুতি চলছে। নতুন পশুপাখির কারণে চিড়িয়াখানায় অনেক পরিবর্তন আসবে। তিনি বলেন, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করে চিড়িয়াখানায় শুদ্ধাচার প্রতিষ্ঠা করেছি। ফলে চিড়িয়াখানা এখন ভালো অবস্থায় এসেছে। এর জন্য ডিসি এবং এডিসি প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছেন এবং মনিটরিং করছেন। চিড়িয়াখানা এলাকার স্থানীয় দোকানদার আবদুর রহিম বলেন, চিড়িয়াখানার অনেক পরিবর্তন হয়েছে। বিভিন্ন জাতের প্রাণী এসেছে। সাধারণ দর্শকরা আগের চেয়ে বেশি প্রবেশ করছেন। চট্টগ্রাম চিড়িয়াখানা ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০১৪ সালের আগে চট্টগ্রাম চিড়িয়াখানা ছিল অরক্ষিত। ভিতরে ছিল বখাটেদের উৎপাত। সীমানা প্রাচীর না থাকায় আবর্জনার ভাগাড় ছিল এটি। ছিল কুকুরের উপদ্রব। কিন্তু এরই মধ্যে আড়াই কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য সংযোজন করা হয়েছে বাঘ, সিংহসহ নানা প্রাণীসহ বিচিত্র পশুপাখি। করা হয়েছে শিশুদের জন্য কিডস জোন নামে আলাদা জোন। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ইতিমধ্যে  দর্শনার্থীদের আগ্রহ  বেড়েছে। প্রতিদিন গড়ে ১৫০০ টিকিট বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর